চাকরির নামে প্রতারণা : শেরপুরে ভুয়া ডিআইজিসহ ৪ প্রতারক গ্রেফতার

আলোকিত প্রতিবেদক : শেরপুরে ভুয়া ডিআইজিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় ভুয়া পরিচয়পত্র, পরীক্ষার প্রবেশপত্র ও নিয়োগপত্র জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন : নড়াইলের লোহাগড়ার রনি আমিন, ময়মনসিংহের কোতোয়ালির কামরুজ্জামান, শেরপুর সদরের জুলহাস উদ্দিন ও বেতমারীর আবু সাঈদ।

পুলিশ জানায়, রনি আমিন নিজেকে পুলিশের ডিআইজি ও কামরুজ্জামান তার পিএ পরিচয় দিয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিমানবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। জুলহাস ও সাঈদ তাদেরকে সহযোগিতা করেন।

সম্প্রতি তারা বিমানবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে শেরপুর সদরের তিনজনের কাছ থেকে ২১ লাখ টাকা নেন। তাদেরকে ভুয়া নিয়োগপত্রও দেওয়া হয়।

পরে প্রশিক্ষণের জন্য ময়মনসিংহে যেতে বললে তাদের সন্দেহ হয়।

তারা বিষয়টি সদর থানা পুলিশকে জানালে অভিযান চালিয়ে প্রতারকদেরকে গ্রেফতার করা হয়।

আরও খবর