রাষ্ট্রধর্ম ইসলামই বহাল : আদালত বললেন, রিটকারীদের আবেদনের অধিকার নেই
আলোকিত প্রতিবেদক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামই বহাল থাকল।
রাষ্ট্রধর্ম চ্যালেঞ্জ করে ২৮ বছর আগে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে বলা হয়, রিটকারীদের আবেদনের অধিকার নেই।
১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম সংযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
এতে বলা হয়, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম। তবে অন্যান্য ধর্ম পালনেও রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবে।
পরে ওই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে ১৫ বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট করেন। এরই মধ্যে তাদের ১০ জন মারা গেছেন।