কাপাসিয়ায় যুবদলের নেতা দিয়ে আইনজীবীকে মারধর করালেন আরএমও!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আইনজীবীকে মারধর করেছে বহিরাগতরা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাসুম বিল্লাহর নির্দেশে এ ঘটনা ঘটে।
এ নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আইনজীবী সারোয়ার-ই-কায়নাত আলোকিত নিউজকে জানান, তিনি গাজীপুর বারের সদস্য ও স্বাধীন কণ্ঠ বিডি ডটকমের সম্পাদক। গত শনিবার দুপুরের দিকে তিনি স্থানীয় সাংবাদিক শাকিল হাসানকে নিয়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে হামলায় আহত একজনের তথ্য নিতে হাসপাতালে যান। ওই সময় আরএমও মাসুম বিল্লাহ ইউনিফর্ম পরিহিত অবস্থায় না থাকায় পরিচয় নিয়ে বাগবিতন্ডা হয়।
পরে আরএমও যুবলীগের লালনকে দিয়ে তাকে ডেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার (টিএইচও) কক্ষে নিয়ে যান। সেখানে আরএমও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কিছুক্ষণের মধ্যে যুবদলের দুজন নেতা উপস্থিত হয়ে তাকে মারধর করেন।
এরপর থানায় ফোন করে এসআই মঞ্জুকে এনে তাকে ভুয়া সাংবাদিক আখ্যা দিয়ে গ্রেফতার করানোর চেষ্টা চালানো হয়।
পরে জোর করে একটি সাদা কাগজে তার স্বাক্ষর নেওয়া হয়।
এ ব্যাপারে আরএমও মাসুম বিল্লাহর বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি বারবার লাইন কেটে দেন।