শাহজাদপুরে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা : গ্রেফতার ৩
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকা থেকে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণকালে লোকজন ধাওয়া করে তিন অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ সময় অপহরণকারীদের বহনকারী মাইক্রোবাসও ভাঙচুর করে এলাকাবাসী।
এ ঘটনায় সোমবার ওই ব্যবসায়ী বাদী হয়ে আটজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অপহরণকারীরা আইকবাড়ী শক্তিপুরের মান্নানের বাড়ির ভাড়াটিয়া পুস্তক ব্যবসায়ী আবদুল মতিনকে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
পরে তার ডাক-চিৎকারে এলাকার রুবেল, রাশিদুল, মজিদ, সোহেল ও সুজনসহ ১০-১২ জন ধাওয়া করে পাড়কোলা গ্রামে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দেন।
এ সময় পাঁচ অপহরণকারী পালিয়ে গেলেও অপর তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়।
খবর পেয়ে এসআই আবদুল জলিল ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।
গ্রেফতারকৃতরা হলেন বেলকুচির চালা অফিসপাড়া এলাকার আবু সাঈদের ছেলে মামুন (২৬), আদাচাকি গ্রামের গোলাম হোসেনের ছেলে সুজন (১৮) ও গোপালপুর গ্রামের আবু শামার ছেলে বুদ্ধ (২৭)।