কাপাসিয়ায় গ্রেফতার ৪ ভুয়া সাংবাদিক কারাগারে
আলোকিত প্রতিবেদক : কাপাসিয়ায় গ্রেফতার চার ভুয়া সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলা নং ১২ (২) ১৬।
পরে তাদেরকে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
অভিযুক্তরা হলেন : গাজীপুর মহানগরীর পশ্চিম ভূরুলিয়ার মামুন, বাঘলবাড়ীর মোতাহার ও আতাউর এবং সামান্তপুরের আমজাদ।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান তাদেরকে আটক করে পুলিশে দেন।
তারা একটি অনলাইন টিভির সাংবাদিক পরিচয়ে একটি খারিজের মিসকেস নিয়ে ইউএনওকে চাপ দেন।
পরে তাদের গতিবিধি সন্দেহজনক হলে ইউএনও চ্যালেঞ্জ করেন।
এক পর্যায়ে তারা পেশাদার সাংবাদিক নন বলে স্বীকার করেন।