সাংবাদিক রুবেল সরকারের বিরুদ্ধে মুরগি মিলনের নোংরা প্রচারণা

আলোকিত প্রতিবেদক : আলোকিত নিউজ ডটকমের সম্পাদক ও দৈনিক অন্যদিগন্তের নিজস্ব প্রতিবেদক রুবেল সরকারের বিরুদ্ধে ফেসবুকে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি সংঘবদ্ধ চক্র।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের টানচৌড়াপাড়া গ্রামের বহুল আলোচিত মিজানুর রহমান মিলন ওরফে মুরগি মিলনের নেতৃত্বে এসব অপপ্রচার চলছে।

চক্রটি নামে-বেনামে রুবেল সরকার ও তার পরিবারের মানহানি ঘটাতে নোংরা প্রচারণা চালিয়ে যাচ্ছে।

তাদের স্ট্যাটাস ও কমেন্টসে রয়েছে মিথ্যার আবরণে উগ্রতা ও প্রতিহিংসার ছাপ। যা নিয়ে সচেতন মহলে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

যে কারণে অপপ্রচার : মুরগি মিলনের অপকর্ম নিয়ে আলোকিত নিউজে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রথম প্রতিবেদন প্রকাশের পরই মুরগি মিলন ও তার সহযোগী মনির মোড়ল দলবল নিয়ে বেপরোয়া হয়ে ওঠেন। তারা রুবেল সরকারের হাত কেটে নেওয়াসহ তার পরিবারকে খুন-জখম ও মিথ্যা মামলার ব্যাপক হুমকি দেন।

পরে রুবেল সরকার জানমালের নিরাপত্তা চেয়ে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ এরই মধ্যে সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছে।

সম্প্রতি রুবেল সরকারকে আবারও পাঁচটি মোবাইল নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এলাকাবাসী বলছেন, মুরগি মিলনের অত্যাচারে অনেকে অতিষ্ঠ। তিনি টানচৌড়াপাড়া বাইতুন নূর জামে মসজিদের টাকাও আত্মসাৎ করেছেন। মসজিদের টাকা আত্মসাতকারীর দ্বারা সবই সম্ভব।

আরও খবর