রাজউকের দুই প্রকৌশলী গ্রেফতার : টঙ্গীর আমজাদসহ আসামি ১২

আলোকিত প্রতিবেদক : প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দুই সিনিয়র প্রকৌশলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।

গ্রেফতারকৃতরা হলেন রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ছাইদুর রহমান ও গুলশান-বনানী-বারিধারা-উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মনোয়ারুল ইসলাম।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

রাতেই ১২ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর থানায় করা মামলার অন্য আসামিরা হলেন : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সার্ভেয়ার (বর্তমানে শেরপুর সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো) আবু তাহের, সাবেক সার্ভেয়ার (বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের কানুনগো হালিম ভূঁইয়া), নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক কানুনগো (বর্তমানে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এলএও), রাজউকের সার্ভেয়ার (বর্তমানে এস্টেট পরিদর্শক) জাকির হোসেন, রাজউকের কানুনগো আবদুল হক মিয়াজি, রাজউকের সাবেক সহকারী পরিচালক (বর্তমানে অবসরে) আহমেদ মজুমদার, সাবেক কানুনগো (বর্তমানে রাজউকের সহকারী প্রকৌশলী) মিজানুর রহমান, টঙ্গীর বাসিন্দা আমজাদ খান, আফজাল খান ও সালাম খান।

আরও খবর