মিয়ানমারে ভয়াবহ রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি

আলোকিত প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চেয়ে নিরাপত্তা পরিষদের সভাপতিকে চিঠি দিয়েছেন ১৩ জন নোবেল বিজয়ী।

চিঠিটিতে ইতালির প্রধানমন্ত্রীসহ ২২ জন স্বাক্ষর করেছেন।

বৃহস্পতিবার ইউনূস সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতিগত নিধন ও মানবতার বিরুদ্ধে অপরাধতুল্য মানবিক বিপর্যয় ঘটেছে মিয়ানমারে। গত দুই মাসে যে সামরিক আগ্রাসন চালানো হচ্ছে, তাতে শত শত রোহিঙ্গা হত্যার শিকার হচ্ছে।

এতে  ৩০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে, মানুষদের নির্বিচারে আটক করা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে।

আরও ভয়ের ব্যাপার হল, মানবিক সাহায্য সংস্থাগুলোকে সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এর ফলে আগে থেকেই চরম দরিদ্র এই এলাকাটিতে মানবিক সংকট ভয়াবহ হয়ে উঠেছে। হাজার হাজার মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ  করছে।

চিঠিতে আরও বলা হয়, অং সান সু চির কাছে বারবার আবেদন জানানোর পরও তিনি রোহিঙ্গাদের সম-নাগরিক অধিকার নিশ্চিত করতে কোন উদ্যোগ নেননি। এতে আমরা হতাশ হয়েছি।

আরও খবর