সিদ্ধিরগঞ্জে আ.লীগ নেতার দুই ছেলে বিদেশি পিস্তল ও সহযোগীসহ গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সালাউদ্দিনের দুই ছেলে ও তাদের দুই সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার মিজমিজি হিন্দুপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন : আওয়ামী লীগ নেতা সালাউদ্দিনের দুই ছেলে সাইফুল ইসলাম (২৮), মাহবুবুল হাসান (২৬) এবং সহযোগী কবির ও মনির।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরাফাত উল্লাহ সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা সন্ত্রাসী কর্মকান্ডের জন্য মোটরসাইকেল ও সিএনজি নিয়ে মহড়া দিচ্ছিলেন।
তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।