মীর কাসেমের ফাঁসি কার্যকরে বাকি শুধু প্রাণভিক্ষা

আলোকিত প্রতিবেদক : একাত্তরের ঘাতক ও আলবদর বাহিনীর নেতা মীর কাসেম আলীর রিভিউ খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মীর কাসেমের ফাঁসি কার্যকরে এখন শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়টিই বাকি।

তিনি প্রাণভিক্ষার আবেদন না করলে সরকার যে কোন সময় রায় কার্যকর করতে পারবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তবে রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই দন্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

আরও খবর