‘পুলিশ টাকা ছাড়া পাসপোর্টের ভেরিফিকেশন করে না’

আলোকিত প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, পাসপোর্ট অফিসে দুর্নীতি আছে। তবে আগের চেয়ে কমেছে। সব মিলিয়ে নাগরিকদের সেবা পাওয়ার কথা থাকলেও তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি পাসপোর্ট অধিদপ্তর।

তিনি বলেন, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনে হয়রানি হয়। তারা টাকা ছাড়া কাজ করে না। আমরা আশা করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টা খতিয়ে দেখবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রমের ওপর গণশুনানিতে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

আরও খবর