জিয়ানগরে ডাকাত গ্রেফতার না হওয়ায় চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি : জিয়ানগরে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় দড়িচর গাজীপুরের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ওই ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন হলেও পরে প্রত্যাহার হওয়ায় কয়েকটি পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
এলাকাবাসী জানান, উপজেলার দড়িচর গাজীপুর এলাকার মিজানুর রহমান খানের বাড়িতে গত ১০ অক্টোবর রাতে পাশের মোড়েলগঞ্জের সিংজোড় গ্রামের খসরু খানের নেতৃত্বে পাঁচ-ছয়জনের ডাকাত দল হানা দেয়।
ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করে এবং এক গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় ডাকাত খসরুসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হলেও এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সরেজমিনে এলাকায় গেলে ওই গৃহবধূর শাশুড়ি সালমা বেগম সাংবাদিকদের দেখে কান্নায় ভেঙে পড়েন।
তিনি বলেন, ডাকাতরা আমাদের সম্মান নষ্ট করেছে। মামলা করলেও পুলিশ আসামি ধরছে না। ডাকাতরা রাতে ট্রলারে করে আমাদের এলাকায় মহড়া ও হুমকি দিচ্ছে।
বাসিন্দা বাদল খান বলেন, ছয় বছর ধরে এই চরে আছি। এখন ডাকাতের তান্ডবে এলাকা ছেড়েছি।
পাড়েরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. ইলিয়াস হোসেন বলেন, ডাকাতি ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আমাকেও হুমকি দিচ্ছে। এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ ব্যাপারে জিয়ানগর থানার ওসি মিজানুল হক বলেন, ওই ঘটনার তদন্ত চলছে। ইউপি নির্বাচনের কারণে পুলিশ প্রত্যাহার করা হয়েছে।