কাপাসিয়া-শ্রীপুর সড়কের ৩ কি.মি. সংস্কারের দাবিতে পথসভা
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের কাপাসিয়া-শ্রীপুর সড়কের নারায়ণপুর বাজার থেকে কাপাসিয়া পর্যন্ত তিন কিলোমিটার দ্রুত চলাচল উপযোগী করার দাবিতে পথসভা করেছে সিপিবি।
সোমবার বিকেলে নারায়ণপুর বাজারে সিপিবির কাপাসিয়া উপজেলা শাখা এ সভা করে।
এ সময় দস্যুনারায়ণপুরের হোমিও চিকিৎসক আবদুল হাই বলেন, নারায়ণপুর থেকে কাপাসিয়া গেলে ধুলায় পরনের কাপড় সাদা হয়ে যায়।
কাপাসিয়া বাজারের ব্যবসায়ী আলী আহমেদ বলেন, গত পাঁচ বছর ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে আছে।
কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাখিমুন বলে, সড়কের পাশে বালুর গদি ও পানি জমে থাকার কারণে সড়কটি সংস্কার করার ছয় মাস পর আর ভাল থাকে না।
নারায়ণপুর বাজারের নরসুন্দর মন্টু চন্দ্র বলেন, এ সড়কে চলতে গিয়ে আমি অনেককে আহত হতে দেখেছি।
সিপিবির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ফকিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান মাস্টার, সত্যেন সেন সংগীত একাডেমির পরিচালক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।