ঝিনাইদহের হাটগোপালপুরকে থানা ঘোষণার দাবি

মানিক ঘোষ, ঝিনাইদহ : ঝিনাইদহ সদরের হাটগোপালপুরকে থানা ঘোষণার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রবিবার বিকেলে বাংলাদেশ দোকান মালিক সমিতির হাটগোপালপুর বাজার শাখার আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান থেকে এ দাবি জানানো হয়।

সমিতির পক্ষ থেকে পদ্মাকর ইউপি চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটু, জেলা পরিষদের সদস্য ইমাজুল হক ও ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়।

সমিতির সভাপতি ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এস এ জি মিল্টনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ছাপ্পা, ইউনিয়ন যুবলীগের সভাপতি এ বি এম ফারুক আহম্মেদ, ছাত্রলীগের সভাপতি খান ইমরান হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সভাপতি সৈয়দ মুনির হোসেন মুকুল, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক তাসিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান তোতা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, ঝিনাইদহ ও মাগুরা জেলার মধ্যবর্তী স্থান হাটগোপালপুর বাজার। প্রায় ১০টি ইউনিয়নের ৫০ গ্রামের মানুষ এই বাজারে ব্যবসায়িক কর্মকান্ড করেন। ইতিপূর্বে হাটগোপালপুরকে থানা ঘোষণার আশ্বাস দেওয়া হলেও তা আজও বাস্তবায়ন হয়নি।

আরও খবর