কাপাসিয়ায় স্ত্রীর হামলায় স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ আহত ৬
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী ও তার লোকজনের হামলায় স্বামী ও তার পরিবারের ছয়জন আহত হয়েছেন।
উপজেলার বারিষাব ইউনিয়নের বারাব গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, ওই ইউনিয়নের কির্ত্তুনীয়া গ্রামের হেলাল উদ্দিন মাস্টারের ছেলে আতিকুল ইসলামের সাথে রইচ উদ্দিনের মেয়ে ইয়াছমিনের বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।
বিষয়টি নিয়ে গত শনিবার সকালে বারিষাব ইউনিয়ন পরিষদে সালিস হওয়ার কথা ছিল। চেয়ারম্যান ব্যস্ত থাকায় তা আর হয়নি।
পরে আতিকুল তার পরিবারের লোকজন নিয়ে গাড়িযোগে বাড়ি ফেরার পথে বারাবতে তাদের ওপর হামলা চালানো হয়।
এতে আতিকুল, তার বাবা হেলাল উদ্দিন, মা আমেনা খাতুন, ভাই কামাল হোসেন, ভাবি রাজিয়া খাতুন ও ছোট বোন ফাতেমা আহত হন। এ সময় গাড়িও ভাঙচুর করা হয়।
পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আতিকুলের স্ত্রীর নেতৃত্বে বারাব গ্রামের মোন্তাজ উদ্দিনের ছেলে মনির, কাজল, রাজু ও ফরিদসহ কয়েকজন হামলা চালান বলে মামলায় উল্লেখ করা হয়।