সাবেক এমপি ডা. ইকবালের স্ত্রী-সন্তানদের গ্রেফতারে বাধা নেই
আলোকিত প্রতিবেদক : দুর্নীতি মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালের স্ত্রীসহ তিন সন্তানের গ্রেফতারে কোন বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ তাদের তিন বছরের সাজার কার্যকারিতা স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করে এ আদেশ দেন।
দুদকের ওই মামলায় আদালত ২০০৮ সালের ১১ মার্চ অবৈধ সম্পদ অর্জনের দায়ে ডা. ইকবালকে ১০ বছর এবং মিথ্যা তথ্য দেওয়ায় আরও তিন বছরের কারাদন্ডের রায় দেন। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সাথে তার স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালকে তিন বছর করে কারাদন্ডের আদেশ দেন আদালত। পাশাপাশি তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।