উল্লাপাড়ায় মাদ্রাসা চত্বরে শীতের পাখির নিরাপদ আশ্রয়
মিঠুন কুমার, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা শীতের পাখির নিরাপদ আশ্রয়ের উদ্যোগ নিয়েছে।
ইতিমধ্যে তারা নিজেরা চাঁদা তুলে হাঁড়ি ও দড়ি কিনে মাদ্রাসা চত্বরের গাছগুলোতে বাঁধতে শুরু করেছে।
আশা, মায়া, মুক্তি, আলো, নূপুর, শানু ও আতিকাসহ অপর ছাত্রীরা জানায়, প্রতি বছর শীত মৌসুমে তাদের মাদ্রাসা চত্বরের ছোট আয়তনের বনভূমিতে শালিক, ফিঙে, বুলবুলি ও টিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রচুর পাখি আসে।
কিন্তু নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা না থাকায় পাখিগুলো বেশি দিন গাছে অবস্থান করে না।
এ বছর পাখিদের আবাসের জন্য স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক রাজু আহমেদ সাহান গাছে হাঁড়ি ঝুলানোর প্রস্তাব দেন।
পরে তারা শিক্ষকের প্রস্তাব বাস্তবায়নে উদ্যোগী হয়। হাঁড়ির মধ্যে দেওয়া হচ্ছে খড়। গাছগুলোতে পাখি আসতে শুরু করেছে।
মাদ্রাসার সুপার ছোরমান আলী জানান, ছাত্রীদের এই সুন্দর উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন। তাদের কাজে সহযোগিতা করা হচ্ছে।