শরীয়তপুরের যুদ্ধাপরাধী ইদ্রিসের ফাঁসি
আলোকিত প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে শরীয়তপুরের ইদ্রিস আলী সরদার ওরফে গাজী ইদ্রিসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
মামলার শুরু থেকেই পলাতক থাকায় গাজী ইদ্রিসের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।
হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ তার বিরুদ্ধে মোট চারটি অভিযোগ ছিল।
এর মধ্যে দুই অভিযোগে তাকে ফাঁসি ও আরেক অভিযোগে আমৃত্যু কারাদন্ডের আদেশ দেন আদালত।