বিজিবিতে প্রথমবারের মত ৯৭ নারী সৈনিক : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ সালে পিলখানায় সংঘটিত বিদ্রোহ ও হত্যাকান্ড বাহিনীর ইতিহাসে একটি কালো অধ্যায়। সরকার গঠনের পরপরই বিডিআর বিদ্রোহের মত ন্যক্কারজনক ও অস্থিতিশীল পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হয়।
তিনি বলেন, বিজিবিতে ৮৮ তম ব্যাচে প্রথমবারের মত ৯৭ জন নারী সৈনিক নিয়োগ দেওয়া হয়েছে। তারা সফলভাবে মৌলিক প্রশিক্ষণ শেষে ইউনিটে যোগদান করেছেন। নারী সৈনিক নিয়োগের মাধ্যমে নারীর ক্ষমতায়নে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম।
মঙ্গলবার বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।