বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন মনসুর আলী : স্বাস্থ্যমন্ত্রী
মিঠুন কুমার দাস : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের যোগ্য সৈনিক ছিলেন আমার বাবা শহীদ এম মনসুর আলী। বাংলার মাটি ও মানুষের এই নেতা কাজীপুর-সিরাজগঞ্জ-পাবনার জনগণের কাছে ক্যাপ্টেন সাহেব নামেই পরিচিত ছিলেন।
তিনি বলেন, মনে-প্রাণে সমাজ দরদি ও জাতীয় চেতনার ধারক এই নেতা জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। স্বাধিকার থেকে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনতে এই প্রবাদ পুরুষ নিজের জীবনকে বিলিয়ে দিয়ে যোগ্য নেতৃত্বের উদাহরণ রেখে গেছেন।
সোমবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী হাইস্কুল মাঠে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের আয়োজনে তার জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্মৃতি সংসদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাংসদ তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান বকুল সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ।