চাকরির পেছনে ঘুরে ক্লান্ত সেরা ফুটবলার ওহিদুল

মানিক ঘোষ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জের ওহিদুল ইসলাম ফুটবলে সেরা হলেও তার জীবন চলছে দুঃখ-কষ্টে।

বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাঠ কাঁপানো খেলোয়াড় ওহিদুলের ভাগ্যে জোটেনি সরকারি চাকরি।

বিভিন্ন অফিসে বারবার চেষ্টা করেও কোন ফল পাননি তিনি।

কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল আমীন ওরফে কালা পাহাড়ের ছেলে ওহিদুল।

তিনি জানান, তারা চার ভাই ও এক বোন। বাবা মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ছিলেন। তিনি অবসরে যাওয়ায় এখন তাকে ধরতে হচ্ছে সংসারের হাল।

ওহিদুল জানান, খেলাধুলার পেছনে সময় দিতে গিয়ে ঠিকমত পড়াশোনা হয়নি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন।

তিনি ২০০০ ও ২০০৫ সালে ঢাকা বিভাগ লীগে সেরা গোলদাতা হন।

তার ঝুলিতে রয়েছে ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেটসহ অর্ধশতাধিক পুরস্কার।

অসহায়ত্ব প্রকাশ করে ওহিদুল বলেন, এখন আর তেমন খেলতে পারি না। শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছি। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সরকারের সহযোগিতা কামনা করছি।

আরও খবর