ইসলামী ব্যাংকে নারীসহ অন্য ধর্মের ব্যক্তিরাও চাকরি পাবেন

আলোকিত প্রতিবেদক : ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আরাস্তু খান বলেছেন, আগে শুধু একটা ধর্মীয় দিক বিবেচনায় নিয়ে এখানে চাকরি দেওয়া হত, সেটা আর থাকছে না। এখন থেকে মেধার ভিত্তিতে সবাই এখানে চাকরি করতে পারবেন।

তিনি বলেন, এখন নারী, হিন্দু বা খ্রিস্টান সবাইকে নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে মেধাবী মেয়েদের এই ব্যাংকের নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে আনা হবে।

রবিবার রাজধানীর মতিঝিলস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ব্যাংকের দর্শন বা মৌলিক নীতির কোন পরিবর্তন হবে না।  আগের মতই শরিয়াহ আইন অনুযায়ী পরিচালিত হবে।

আরও খবর