জঙ্গি কানেকশন : সিঙ্গাপুর ফেরত ২৬ জনের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক : জঙ্গি কানেকশনের অভিযোগে ২৬ বাংলাদেশিকে গ্রেফতার করে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর।
অপর একজন সিঙ্গাপুরের কারাগারে আছেন।
বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতির বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, ওই ২৬ জন আল-কায়েদা ও আইএসের মত সশস্ত্র জিহাদি গ্রুপের মতাদর্শে বিশ্বাস করেন।
তাদের মধ্যে কয়েকজন বিদেশে গিয়ে জিহাদে অংশ নেওয়ার কথাও ভাবছিলেন।
তবে সিঙ্গাপুরের ভেতরে তাদের সন্ত্রাসী হামলার কোন পরিকল্পনা ছিল না।
গত বছরের ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা বাংলাদেশে এসে সরকারের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে যোগদান করার পরিকল্পনা করেছিলেন। তাদের মতাদর্শের সাথে মিলে এমন দলকে তারা অর্থ সহায়তাও করেছেন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, ওই ২৬ জনের বিরুদ্ধে সিঙ্গাপুর সরকারের আনা অভিযোগ পুলিশ তদন্ত করছে।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার জানান, অভিযুক্তরা নজরদারিতে রয়েছেন।