বেসিক ব্যাংকে দুর্নীতি ও সোনালী ব্যাংকে বড় ডাকাতি হয়েছে : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : বেসিক ব্যাংক ও সোনালী ব্যাংকের দুর্নীতি বেশ আলোচিত।
এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসিক ব্যাংকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে দুর্নীতি করা হয়েছে। আর সোনালী ব্যাংকে যা হয়েছে, তাকে বলা যায় বড় ধরনের ডাকাতি।
তিনি আরও বলেন, সরকারি ব্যাংকগুলোতে ঝামেলা হয়ে গেছে। এগুলোর অবস্থা ভালো নয়। সরকারের সঙ্গে পারফরম্যান্স চুক্তি অনুযায়ী ব্যাংকগুলো সক্ষমতা দেখাচ্ছে।
বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।