বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করল মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশসহ অন্য দেশ থেকে বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে মালয়েশিয়া।
বৃহস্পতিবার ঢাকায় প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী রিচার্ড রিয়ট সমঝোতা স্মারকে সই করেন।
এতে বাংলাদেশ থেকে পাঁচ বছরে ১৫ লাখ শ্রমিক নেওয়ার চুক্তি হয়।
স্মারক স্বাক্ষরের এক দিনের মাথায় ওই স্থগিতের কথা জানালেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি।
দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে বৈঠক শেষে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী মালিকদেরকে স্থানীয় শ্রমিক নিয়োগ দেওয়ার অনুরোধ করেন।