গাজীপুরে বন দখলকারী এসেন্সের রাস্তা বন্ধ, বিট কর্মকর্তা বরখাস্ত
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুরে সংরক্ষিত বনভূমি দখল করে রাস্তা করেছিল এসেন্স ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লিমিটেড।
বনায়নের মাধ্যমে সেই রাস্তা বন্ধ ও দায়িত্বে অবহেলার দায়ে বিট কর্মকর্তা বনি শাহাদত হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে বন বিভাগ।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন আলোকিত নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২৭ ডিসেম্বর আলোকিত নিউজ ডটকমে ‘গাজীপুরের কাশিমপুরে বনের বুক চিরে গ্যাস কারখানার রাস্তা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
এ নিয়ে চলে তোলপাড়। পরে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম গত ১০ জানুয়ারি ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওই দিন ডিএফওর উপস্থিতিতে অবৈধ রাস্তাটিতে চারা রোপণ করা হয়। এরপর জড়িতদের বিরুদ্ধে মামলাও করে বিট অফিস।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিট কর্মকর্তা বনি শাহাদত হোসাইনকে গত মাসে বরখাস্ত করার পর রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। টাঙ্গাইল থেকে বিট কর্মকর্তা সোলায়মান হোসেন কাশিমপুর বিটে যোগদান করেছেন।
সরেজমিনে প্রাপ্ত তথ্যমতে, বিট অফিসের কাছে বড় ভবানীপুর এলাকায় গজারি বনের মধ্য দিয়ে অন্তত ২০০ ফুট দৈর্ঘ্যের নতুন রাস্তা তৈরি করে নির্মাণাধীন এসেন্স গ্যাসেস কারখানা। কারখানাটির বিদ্যুৎ সংযোগও বনের ওপর দিয়ে নেওয়া হয়।
বিট অফিস রাস্তাটির সুযোগ দেওয়ায় বন ও পরিবেশ-প্রতিবেশ ব্যবস্থার বড় ক্ষতিসাধন হয়েছে। ঝুঁকিতে পড়ছিল সংলগ্ন বনাঞ্চল।
এদিকে রাস্তাটি বহালের জন্য কারখানার মালিকরা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে স্থানীয় আনোয়ার হোসেন মৃধা লোকজন নিয়ে মানববন্ধনও করেছেন।
আরও পড়ুন : গাজীপুরের কাশিমপুরে ‘বনের বুক চিরে’ গ্যাস কারখানার রাস্তা!