কাপাসিয়ায় লাভজনক জৈবসারের কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা সভা
আলোকিত প্রতিবেদক : কাপাসিয়ায় ‘শ্যামল বাংলা জৈবসারের কার্যকর ও লাভজনক প্রয়োগ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জামিল আহমেদ।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব মাহফুজুল কাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, নারীনেত্রী রওশন আরা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উফশী ধান চাষাবাদে রাসায়নিক সারের বিকল্প হিসেবে শ্যামল বাংলা জৈবসার কার্যকর ও লাভজনক। সমন্বিত ব্যবস্থাপনায় এর বাস্তবায়ন হলে দেশে আগামী ১০ বছরে ১৫ লাখ লোকের কর্মসংস্থান ও পরিবেশ সুরক্ষাসহ জাতীয় আয় বৃদ্ধি পাবে।