সারা বিশ্বে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে : বাঁশখালী প্রসঙ্গে প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : বাঁশখালীর পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকাল বিদ্যুৎ উৎপাদন করতে গেলেই একদল পরিবেশ রক্ষার নামে আন্দোলনে নামে। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করতেই দেবে না। দিনাজপুরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে। ওই এলাকায় কোন ক্ষতি হয়নি। জমির উর্বরতা বেড়েছে। ধান হচ্ছে, গাছ হচ্ছে।
তিনি বলেন, অক্সফোর্ডসহ সারা বিশ্বে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের ছাই সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয়। কিন্তু বলা হয়ে থাকে এসিড বৃষ্টি হবে। এগুলো কোথা থেকে আসে জানি না।
রবিবার কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দ্রুত বিদ্যুৎ উৎপাদন করে সরকার মানুষকে স্বস্তি দিয়েছে। তাতে বাধা দিতেই এ ধরনের চেষ্টা করা হয়।