দুর্নীতি মামলায় সাজা বহাল : খাদের কিনারে মায়া চৌধুরী!
আলোকিত প্রতিবেদক : অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদ অর্জনের মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ফলে নিম্ন আদালতে দেওয়া ১৩ বছরের সাজা বহাল রইল।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ রবিবার রিভিউ খারিজ করে দেন।
রিভিউ খারিজ হওয়ার পর মায়া চৌধুরীর মন্ত্রিত্ব থাকবে কি না-তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নূরুল আলম ২০০৭ সালের ১৩ জুন সূত্রাপুর থানায় ওই মামলাটি দায়ের করেন।