পল্লবী থানায় নির্যাতন করে জনি হত্যা মামলায় ৩ দারোগার বিচার শুরু

আলোকিত প্রতিবেদক : পল্লবী থানায় নির্যাতন করে যুবক জনি হত্যা মামলায় তিন পুলিশ কর্মকর্তা ও দুই সোর্সের বিচার শুরু হয়েছে।

রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আদালত সাক্ষীর জন্য ১৬ মে দিন ধার্য করেছেন।

আসামিরা হলেন : এসআই জাহিদুর রহমান, এএসআই রাশেদুল, এএসআই কামরুজ্জামান মিন্টু, সোর্স সুমন ও রাশেদ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি মিরপুর ১১ নং সেক্টরে স্থানীয় সাদেকের ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে পুলিশের সোর্স সুমন অনুষ্ঠানে মেয়েদের সাথে অশালীন আচরণ করেন। এ সময় জনি ও তার ভাই সুমনকে চলে যেতে বলেন। সুমন চলে গেলেও পরদিন এসে আবার আগের মত আচরণ করতে থাকেন। তখন জনি ও তার ভাই তাকে চলে যেতে বললে সুমন পু্লিশকে ফোন করে তাদের ধরে নিয়ে যায়।

তাদের নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন ধাওয়া দিলে পুলিশ গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।

পরে তাদের থানায় নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়। এতে জনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আরও খবর