‘শ্যামল কান্তিকে হিন্দু হিসেবে নয়, নাস্তিক হিসেবে শাস্তি দেওয়া হয়েছে’

আলোকিত প্রতিবেদক : নারায়ণগঞ্জ বন্দরের সাংসদ সেলিম ওসমান বলেছেন, পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হিন্দু হিসেবে নয়, তাকে নাস্তিক হিসেবে শাস্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সেলিম ওসমান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনার কাছে মাফ চাইতে পারি, শ্যামল কান্তির কাছে নয়। নারায়ণগঞ্জে আমাদের বায়তুল আমানে আসেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব।

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক শ্যামল কান্তিকে কানে ধরে ওঠ-বস করানোর ঘটনায় সর্বশেষ অবস্থা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময় হয়।

সাংসদ বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। আমাকে দোষী করা হয়েছে। কিন্তু তদন্ত কমিটির কেউ আমাকে প্রশ্ন করেনি।
তিনি আরও বলেন, ওই শিক্ষককে কানে ধরে ওঠ-বস করালে অপরাধ হয়, রুল হয়। কিন্তু ক্লাসে শিক্ষক ছাত্রকে নির্যাতন করলে তার কোন বিচার হয় না।

ঘটনা প্রসঙ্গে আবারও সেলিম ওসমান বলেন, ঘটনার চার থেকে পাঁচ ঘণ্টা পর তিনি ঘটনাস্থলে গেছেন। স্কুলের সামনে নারী-পুরুষ হাতে ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছিল। তারা ওই শিক্ষককে তাদের কাছে তুলে দিতে বলছিল। ওই পরিস্থিতিতে তাকে প্রাণে রক্ষা করার জন্য এটা করা ছাড়া কোন উপায় ছিল না।

আরও খবর