জনতা ব্যাংকের সাড়ে ৮০০ কোটি টাকা আত্মসাতে জড়িত ১৪ জন
আলোকিত প্রতিবেদক : জনতা ব্যাংকের ৮ শত ৫৭ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন।
এর সাথে ব্যাংকের পরিচালনা পর্ষদের শীর্ষ একজন ব্যক্তি, একজন মহাব্যবস্থাপক ও একজন ঋণখেলাপিসহ ১৪ জনের জড়িত থাকার তথ্য পেয়েছে দুদক।
রবিবার অভিযোগ অনুসন্ধানের জন্য উপ-পরিচালক সামছুল আলমকে নিয়োগ দিয়েছে কমিশন।
অভিযোগে বলা হয়, অভিযুক্তদের সহযোগিতায় এম এইচ গোল্ডেন জুট মিলস লিমিটেডসহ আটটি কাগুজে প্রতিষ্ঠান ৮ শত ৫৭ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাৎ করে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওই শীর্ষ কর্মকর্তার একাধিক কাগুজে প্রতিষ্ঠান রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলো হল : সুপ্রভ স্পিনিং লিমিটেড, সুপ্রভ স্পিনিং মিলস লিমিটেড, জারা লেবেল অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, মেসার্স এননটেক্স লিমিটেড, শবমেহের স্পিনিং মিলস লিমিটেড, সুপ্রভ রোটর স্পিনিং লিমিটেড ও শাইনিং নিট টেকস লিমিটেড।
জনতা ব্যাংকের করপোরেট শাখার গ্রাহক মেসার্স এম এইচ গোল্ডেন জুট মিলস লিমিটেড। মোহাম্মদ ইউছুফ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। পরিচালক হিসেবে রয়েছেন হুমায়ুন কবির চৌধুরী।
এটি ব্যাংকের শীর্ষ ঋণখেলাপি ইউনুছ বাদলের বেনামি প্রতিষ্ঠান।