মাদারীপুরে শিক্ষক রিপন হত্যাচেষ্টা মামলা : আসামি ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
আলোকিত প্রতিবেদক : মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ডে থাকা গোলাম ফাইজুল্লাহ ফাহিম পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
জেলা সদরের বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার সারোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ফাহিমকে নিয়ে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালায়। এ সময় ফাহিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এতে ফাহিম গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তিনি আরও জানান, দুর্বৃত্তদের গুলিতে সদর থানার কনস্টেবল আলী হোসেনের বাঁ পায়ে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।