‘জেল হত্যা মামলায় ষড়যন্ত্রকারীদের শাস্তি না হওয়ায় আমি স্তম্ভিত’
আলোকিত প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা ও যুদ্ধাপরাধীসহ অনেক মামলার রায় আমি দিয়েছি। জেল হত্যা মামলায় দুঃখজনক হলেও সত্যি, আমি একাই ডিসেনটিং রায় দিয়েছিলাম। সেখানে ষড়যন্ত্র ছিল, প্রমাণিত হল। ষড়যন্ত্রের জন্য তাদের শাস্তি হল না, আমি স্তম্ভিত হলাম।
তিনি বলেন, পরিকল্পিতভাবে এই হত্যার জন্য যারা পরিকল্পনা করেছে, তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত।
রবিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
তিনি কারাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং বন্দিদের সাথে কথা বলেন।
এ সময় আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন ও জেলা প্রশাসক এস এম আলমসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।