কাপাসিয়ায় সাংবাদিক রুবেল সরকারকে হুমকির তদন্তে পুলিশ : পালালেন মুরগি মিলন!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় আলোকিত নিউজ ডটকমের সম্পাদক ও দৈনিক অন্যদিগন্তের নিজস্ব প্রতিবেদক রুবেল সরকার ও তার পরিবারকে খুন-জখমের ব্যাপক হুমকির তদন্ত করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে থানা পুলিশ উপজেলার রায়েদ ইউনিয়নের টানচৌড়াপাড়ায় গিয়ে অভিযোগের তদন্ত করে।
এ সময় এলাকার লোকজন ঘটনার সপক্ষে সাক্ষ্য দেন।
গত ৩০ জুন আলোকিত নিউজে ‘কাপাসিয়ায় শিশু নির্যাতনের অভিযোগ করায় মুরগি মিলনের লাফালাফি’ শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে প্রকাশ্যে রুবেল সরকার ও তার পরিবারকে খুন-জখম এবং মিথ্যা মামলার ব্যাপক হুমকি দেওয়া হচ্ছে।
এলাকার কুখ্যাত পাতি নেতা মুরগি মিলন ও তার সহযোগী মনির মোড়লের সন্ত্রাসী তৎপরতার প্রেক্ষিতে রুবেল সরকার জানমালের নিরাপত্তা চেয়ে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
তদন্ত চলাকালে এলাকার সিদ্দিকের দোকানের সামনে মনিরের ভাই শফি উত্তেজিত হয়ে রুবেল সরকারের পিতা আবদুর রশিদ সরকারকে ধরে টানাটানি শুরু করেন।
পরে পুলিশ তার পায়ে গুলি করার কথা বললে তিনি সটকে পড়েন।
এ সময় হইচই করায় মনিরের আরেক ভাই মবুকে পুলিশ আটক করলে তাদের বাবা শরাফত আলী অনুরোধ করে তাকে জিম্মায় নেন।
খবর পেয়ে পাশের কালডাইয়া গ্রামের পোড়াবাজারস্থ ফার্মেসি বন্ধ করে মুরগি মিলন ও মনির দ্রুত পালিয়ে যান।
মিলন বাহিনী রুবেল সরকার ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে সাজানো জিডি করে গত ১১ জুলাই বিকেলে এলাকায় পুলিশ নেয়।
তারা পুলিশ ও এলাকার লোকজনের উপস্থিতিতেই রুবেল সরকারের হাত কেটে নেওয়ার হুমকি দেন।
এ সময় রুবেল সরকারের পিতাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট করার হুমকি দেওয়া হয়।
এর আগে ঈদের দিন বিকেলে ও ঈদের পরদিন সকালে রুবেল সরকারকে ৭২ ঘণ্টা সময় দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।