যুক্তরাজ্যে থাকা দুই যুদ্ধাপরাধীকে ফেরতের আলোচনা শিগগিরই : আইনমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া দুই যুদ্ধাপরাধীকে ফেরত আনার আলোচনা শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রবিবার সচিবালয়ে সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন-বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্ডের সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ওখানে দুজন যুদ্ধাপরাধী রয়েছেন, যাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজা দিয়েছেন। আমি ওনাকে অনুরোধ করেছি, যুদ্ধাপরাধীদের ফেরত আনতে আলাপ-আলোচনা এবং বহিঃসমর্পণ চুক্তি করার সময় হয়েছে। সেই ক্ষেত্রে তারা আমাকে যেটা বলেছেন, তারা আলোচনা করতে আগ্রহী এবং সেই আলোচনা খুব শিগগিরই শুরু হবে।