রূপগঞ্জে দৈনিক ১০০ টন অক্সিজেন উৎপাদন করবে লিন্ডে গ্রুপ
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক প্রায় ১০০ টন অক্সিজেন উৎপাদন করবে লিন্ডে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ।
এ জন্য একটি এয়ার সেপারেশন ইউনিট নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ১২০ কোটি টাকা।
২৬ নভেম্বর রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বিনিয়োগের এ ঘোষণা দেয় লিন্ডে গ্রুপ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৭ সালের মধ্যে নতুন ইউনিটে উৎপাদন শুরু হবে। ফুড অ্যান্ড বেভারেজ, ফেব্রিকেশন, ফার্মাসিউটিক্যাল, জাহাজভাঙা এবং জাহাজ নির্মাণ শিল্পে এ ইউনিট থেকে অক্সিজেন গ্যাস সরবরাহ করা হবে।
গ্রুপের কান্ট্রি প্রধান মলয় ব্যানার্জি জানান, গত কয়েক দশকের ধারাবাহিকতায় লিন্ডে গ্রুপ বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পেরে উচ্ছ্বসিত। দক্ষিণ এশিয়ায় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এখানে বাজারের সম্ভাবনা প্রচুর।