জিয়ানগরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. মফিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সিকদার, সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি এম আহসানুল ছগির, সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন প্রমুখ।
বক্তৃতার বিষয় ছিল ‘জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা’।
বক্তৃতায় সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ইন্দুরকানী এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও পাড়েরহাট আরএল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এতে প্রথম স্থান অধিকার করে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
পরে বিজয়ী প্রতিযোগীদের হাতে বই ও সনদ তুলে দেওয়া হয়।