চকবাজারে যমুনা টিভির সাংবাদিককে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা!

আলোকিত প্রতিবেদক : রাজধানীতে যমুনা টিভির সাংবাদিক শাকিল হাসান ও ক্যামেরাম্যান শাহীন আলমের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

এ সময় শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে মারারও চেষ্টা করা হয়।

রবিবার সকালে চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাকিল হাসান জানান, অবৈধ পলিথিনের ওপর প্রতিবেদন করতে তারা চকবাজারে যান। বেদিঘাট এলাকায় একটি পলিথিন কারখানার ভিডিও ধারণের সময় জব্বার ও রহিম নামের দুজন কারখানা থেকে বেরিয়ে এসে বাধা দেন। পরে তারা রাস্তায় চলে আসেন।

রাস্তায় আসার পর জব্বার ও রহিম কয়েকজনকে নিয়ে দৌড়ে এসে তাদের ওপর হামলা চালান। এ সময় শাকিলকে মাটিতে ফেলে পিটিয়ে ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়।

এরপর শাকিল দৌড়ে একটি মুদি দোকানে আশ্রয় নিলে জব্বার সেখানে গিয়ে আবার হামলা চালান। এ সময় তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দেওয়ার জন্য ম্যাচ খোঁজা হয়।

পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়।

পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার ইব্রাহিম খান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও খবর