মুক্তিযোদ্ধা হতে ন্যূনতম বয়স ১৩ বছর
আলোকিত প্রতিবেদক : প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে তালিকাভুক্ত হতে হলে মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ পর্যন্ত ন্যূনতম ১৩ বছর হতে হবে।
প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি গ্রহণযোগ্য তালিকা তৈরির লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
যে সকল বাংলাদেশি মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন তারাও নতুন তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।