চট্টগ্রামে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও বঙ্গবন্ধুর সবচেয়ে উঁচু ম্যুরাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে পাঁচ হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এসব প্রকল্প বাস্তবায়ন করছে।

এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের সাথে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে উঁচু ম্যুরাল।

শনিবার চট্টগ্রাম সফরকালে তিনি কর্মযজ্ঞগুলো প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রী বিকেলে আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বারের মালিকানাধীন দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করেন।

এটি চট্টগ্রামের মধ্যে সবচেয়ে উঁচু ভবন।

এতে সুইমিংপুল, টেনিস কোর্ট ও হলরুমসহ সব ধরনের সুবিধা আছে। ভবনের ছাদে রয়েছে হেলিকপ্টার অবতরণের হেলিপ্যাড।

প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, নতুন নতুন বাজার খুঁজে বের করুন। কোন দেশে কোন পণ্য প্রয়োজন সেটা বুঝে। তা আমাদের দেশে যেন উৎপাদন হয়।

আরও খবর