লন্ডনে বঙ্গবন্ধুর প্রথম ভাস্কর্য উন্মোচন

ডেস্ক নিউজ : যুক্তরাজ্যের মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেকের নিজস্ব অর্থায়নে এই ভাস্কর্য নির্মিত হয়।

শনিবার পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসের সিডনি স্ট্রিটে সাদেকের বাড়ির সামনে ভাস্কর্যটি উন্মোচন করেন আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।

ভাস্কর্য উন্মোচন করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এই ভাস্কর্য নতুন প্রজন্মের বৃটিশ বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহ তৈরি করবে।

আরও খবর