ঝিনাইদহে মাশরুম চাষ বদলে দিয়েছে গৃহবধূ ববির পরিবার
মানিক ঘোষ, ঝিনাইদহ : মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন ঝিনাইদহের গৃহবধূ ফারজানা ববি।
স্বল্প পুঁজিতে ও অল্প শ্রমে সফলতা দেখে এলাকার অনেকেই এখন মাশরুম চাষে উৎসাহী হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামের আবদুল হাইয়ের মেয়ে ববি। ১৯৯৯ সালে এইচএসসি পাসের পর তাকে বিয়ে দেওয়া হয়। ঝিনাইদহ সদরের লক্ষীপুর গ্রামের স্বামী আলী আজম মৃধার সংসারে অভাব-অনটন লেগেই থাকত।
স্বামীর কাজের পাশাপাশি সংসার একটু ভাল রাখতে তিনি করেছেন টেইলারিং ও টিউশনি।
২০১২ সালে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সাভার থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন মাশরুম চাষ। দেখেন সফলতার মুখ। সংসারে আসে সচ্ছলতা।
২০১৩ সালে ঝিনাইদহ কৃষি মেলায়, ২০১৪ সালে মহিলা অধিদপ্তরের মেলায় ও ২০১৫ সালে ঢাকা কৃষি মেলায় অংশ নিয়ে পান পুরস্কার।
তিনি ২০১৪ সালে ভিয়েতনাম থেকেও প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে তার মাসিক আয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। বাড়িতে শ্রমিক এলাকার ১০ জন।
বর্তমানে ববির মাশরুম খামারে পাঁচ হাজার প্যাকেট রয়েছে। যা থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে ৮০ থেকে ১০০ কেজি মাশরুম। এই মাশরুম যাচ্ছে ঢাকা, কুমিল্লা, যশোর ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে।
এ ছাড়া তিনি লাভের টাকা দিয়ে জমি কিনে বাড়ি করেছেন। শুরু করেছেন গরু মোটাতাজাকরণ প্রকল্প।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ববিকে প্রযুক্তিগতভাবে মাশরুম উৎপাদনের জন্য পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি সফলতা অর্জন করেছেন।