আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ও সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৮২ পৃষ্ঠার এই রায়টি বাংলায় প্রকাশিত হয়।
রায় লিখেছেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ। তার সাথে একমত পোষণ করেছেন বিচারপতি ওবায়দুল হাসান।
গত ১৫ জুন টঙ্গীর বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ছয়জনের ফাঁসির আদেশ বহাল রেখে রায় ঘোষণা করেন হাইকোর্ট।
এ ছাড়া সাত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড এবং ফাঁসির দন্ডপ্রাপ্ত সাত আসামি ও যাবজ্জীবন কারাদন্ড পাওয়া চার আসামিকে খালাস দেন আদালত।