আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির আসামি দীপু জাপার যুগ্ম মহাসচিব!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে আওয়ামী লীগের সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত নূরুল ইসলাম দীপুকে যুগ্ম মহাসচিব করেছে এইচ এম এরশাদের জাতীয় পার্টি।
জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল রায় স্বাক্ষরিত ২২ জুনের প্রেস বিজ্ঞপ্তিতে যে ১৬ জন যুগ্ম মহাসচিবের নাম রয়েছে, তাতে দীপুর নাম ১২ নম্বরে।
জাতীয় পার্টির অষ্টম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এই কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।
আহসান উল্লাহ মাস্টারকে গত ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।
বহুল আলোচিত এই মামলায় ওই দীপু প্রধান আসামি।
দীপু দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। তিনি এখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আছেন বলে জানা গেছে।