আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের রায় স্থগিত চেয়ে আবেদন

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে আওয়ামী লীগের জনপ্রিয় সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্তদের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা খালাসপ্রাপ্তদের রায় স্থগিত চেয়েছি যেন রায়ের অনুলিপি প্রকাশিত হওয়ার পর আসামিরা বের হয়ে যেতে না পারে। কারণ তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত আপিল করব।

বহুল আলোচিত এই মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে দন্ডিত ২৮ জনের মধ্যে ১১ জন হাইকোর্টে খালাস পান। যার মধ্যে তিনজন পলাতক।

গত ১৫ জুন ফাঁসির দন্ডপ্রাপ্ত ২২ জনের মধ্যে ছয়জনের রায় বহাল রাখেন হাইকোর্ট।

তারা হলেন : বিএনপি নেতা নূরুল ইসলাম সরকার, জাতীয় পার্টির নূরুল ইসলাম দীপু, মাহবুব, শহীদুল ইসলাম শিপু, হাফিজ ওরফে কানা হাফিজ ও সোহাগ ওরফে সরু। এর মধ্যে শিপু পলাতক।

আরও খবর