যুদ্ধাপরাধীদের প্লট বাতিল
আলোকিত প্রতিবেদক : একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের নামে রাজউকের বরাদ্দ দেওয়া প্লট বাতিল করা হয়েছে।
বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজউকের সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, এসব প্লট বা ফ্ল্যাটে যেসব ডেভেলপার কোম্পানি কাজ করেছে, আইন অনুযায়ী তারা তাদের অংশ পাবে। তবে যুদ্ধাপরাধী হিসেবে স্বীকৃত ব্যক্তির নামে থাকা অংশ সরকার বাজেয়াপ্ত করবে।