ইসলামী রাজনীতি বন্ধের চেষ্টা করলে কঠিন জবাব দেওয়া হবে : সরকারকে হেফাজতের হুঁশিয়ারি
নিউজ ডেস্ক : ইসলামী রাজনীতি ও কওমি মাদ্রাসা বন্ধের চেষ্টা করা হলে সরকারকে কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হেফাজতে ইসলামের নেতারা।
চট্টগ্রামের লালদীঘি ময়দানে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে বক্তব্য রাখতে গিয়ে হেফাজতে ইসলাম ওই হুঁশিয়ারি দেয়।
নেতারা বলেন, আমেরিকা এবং দিল্লির মদদে আওয়ামী লীগ সরকার ইসলামী দলগুলোকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করছে। যদি ইসলামী রাজনীতি বন্ধের চেষ্টা করা হয়, তাহলে সরকারকে কঠিন জবাব দেওয়া হবে।
হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শাখাওয়াত হোসেন অভিযোগ করেন, দেশের ইসলামী সংগঠনগুলোকে জঙ্গিবাদী-বোমাবাজ আখ্যায়িত করে সরকার বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে।
তিনি সরকারের উদ্দেশে বলেন, এ দেশের ইসলামী ব্যক্তিরা কোন জঙ্গিবাদী ও বোমাবাজির সঙ্গে জড়িত নয়। জঙ্গিবাদী-বোমাবাজদের খোঁজার জন্য মসজিদ-মাদ্রাসা নয়, কলেজ-ভার্সিটিতে গিয়ে খুঁজুন।