রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে জিহাদের ঘোষণা হেফাজতের

আলোকিত প্রতিবেদক : রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে জিহাদ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লায় শাহী জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতারা এ ঘোষণা দেন।

২৭ মার্চ হাইকোর্টে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল চেয়ে করা রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

এই শুনানিকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম রাজপথে সরব হয়ে উঠেছে।

সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, আমাদের এবারের সংগ্রাম রাষ্ট্রধর্ম রক্ষার সংগ্রাম। ইসলাম রক্ষার জন্য কোটি কোটি তৌহিদী জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেবে।

তিনি যুক্তি দেখিয়ে বলেন, ফুল অনেক আছে, কিন্তু জাতীয় ফুল শাপলা। মাছ অনেক আছে, কিন্তু জাতীয় মাছ ইলিশ। ফল অনেক আছে, কিন্তু জাতীয় ফল কাঁঠাল। ভাষা অনেক আছে, কিন্তু আমাদের জাতীয় ভাষা বাংলা। তাহলে ধর্ম অনেক থাকলেও রাষ্ট্রধর্ম কেন ইসলাম হবে না?

আরও খবর