রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে প্রধান বিচারপতিকে হেফাজতের স্মারকলিপি
আলোকিত প্রতিবেদক : সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম।
সোমবার সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
সংগঠনটির ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসাইন কাসেমী স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ২ (ক)-এ উল্লেখ আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবে।
দীর্ঘ ২৮ বছর ধরে সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রয়েছে। একবার তা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ হয়ে যায়। ৯২ শতাংশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম দেশের অধিকাংশ জনগণের চিন্তা-চেতনা ও বিশ্বাসের প্রতিফলন।
কিন্তু সম্প্রতি রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ করে ২৮ বছর আগে করা একটি রিট সচল করে শুনানির জন্য হাইকোর্টের কার্য তালিকাভুক্ত করা হয়েছে। নতুন করে এই ইস্যুটি সামনে নিয়ে আসার বিষয়টি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকে গভীরভাবে উদ্বিগ্ন করছে।